একাডেমিক কাউন্সিল
  • আহবায়ক – অধ্যক্ষ,
  • সদস্য সচিব – সম্পাদক ,শিক্ষক পরিষদ
  • সদস্য – উপাধ্যক্ষ ও সকল বিভাগীয় প্রধান
সাহিত্য ও সংস্কৃতি কমিটি
সাহিত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাসহ এ সংক্রামত্ম যাবতীয় কাজ।
কলেজ রুটিন ও মঞ্জুরী নবায়ন কমিটি
কলেজের রুটিন প্রণয়ন করে শিক্ষার মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা করবেন।
পানি ও বিদ্যুৎ সংস্কার কমিটি
কলেজের পানি ও বিদ্যুৎ লাইন সংস্কার, মেরামত এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
অর্থ ও ক্রয়, টেন্ডার ও নিলাম কমিটি
সরকারি বরাদ্দের উপর ভিত্তি করে বিধি অনুযায়ী সরকারি অর্থ ব্যয়ের ব্যবস্থা করবেন।
কলেজ উন্নয়ন ও ভূমি সংস্কার কমিটি
কলেজের যাবতীয় মেরামত সংস্কার ও উন্নয়নমূলক কর্মকা- পরিচালিত করবেন।
আসবাবপত্র সংরক্ষণ ও মেরামত কমিটি
কলেজের আসবাবপত্র সংরক্ষণ ও মেরামত কার্যক্রম সম্পাদন করবেন।
অভ্যমত্মরীন হিসাব নিরীক্ষণ কমিটি
কলেজের সরকারি ও বেসরকারি আয় ব্যয় এবং হিসাব নিরীক্ষণেও সহযোগিতা করবেন।
শিক্ষার মান উন্নয়ন কমিটি
একাডেমিক ক্যালেন্ডার প্রনয়ন একাদশ ও দ্বাদশ শ্রেণীর Lesson plan তৈরী পদ সৃষ্টিসহ বিষয় খোলার ব্যবস্থা।
কলেজ মসজিদ পরিচালনা কমিটি
কলেজ মসজিদের সংস্কার, উন্নয়ন, মেরামত ও সৌন্দর্য বৃদ্ধিসহ নিয়ম-কানুন, সময়সূচী ইত্যাদি বিষয়ে দেখাশুনা করা।
বৃক্ষরোপন ও বৃক্ষ সংরক্ষণ কমিটি
কলেজের বাগান পরিচর্যা ও বৃক্ষরোপনের ব্যবস্থা নেয়া।
পূজা উদযাপন কমিটি
  •  – আহবায়ক
  •  প্রভাষক, ব্যবস্থাপনা – সদস্য
  • , প্রভাষক, ইতিহাস – সদস্য
  • , প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান – সদস্য
  • , প্রভাষক, ইতিহাস – সদস্য
কলেজের পূজা ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা।
গ্রন্থাগার উন্নয়ন কমিটি
লাইব্রেরী সংক্রান্ত কার্যাদি যেমন- লাইব্রেরী খাতে ক্রয় এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
ওয়েব সাইট Update করা এবং মাল্টিমিডিয়া বাস্তবায়ন কমিটি
ওয়েব সাইট এবং মাল্টিমিডিয়া সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন।
গ্যারেজ কমিটি
সাইকেল গ্যারেজ রক্ষণা-বেক্ষণ ও ব্যবস্থাপনার সহযোগিতা করা।
ক্রীড়া কমিটি
  • তি – সদস্য
বহিঃ ও অভ্যন্তরীণ খেলার আয়োজন ও পরিচালনা করা।
বি এন সি সি ও রোভার্স স্কাউট কমিটি
সরকারি নির্মাণ কার্য দেখভাল করা।
ছাত্রী কমন রুম পর্যবেক্ষণ কমিটি
ছাত্রীদের কমন রম্নমের ব্যবস্থাপনা ও দেখভাল করা।
কলেজের পদ সৃষ্টি কমিটি
কলেজের নতুন পদ সৃষ্টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
অনার্স ও মাস্টার্স (১ম পর্ব ও শেষ পর্ব) খোলা কমিটি
কলেজের নতুন অনার্স ও মাস্টার্স কোর্স খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন
আইন বিষয়ক কমিটি
  • বিভাগীয় প্রধান (সকল বিভাগ)
  • আইন কর্মকর্তা
ছাত্র কমন রুম পর্যবেক্ষন কমিটি
ছাত্র কমন রুমের সুযোগ-সুবিধা ও খেলাধুলার অনুকূল পরিবেশ উন্নত করণে কার্যকর ব্যবস্থা।
উপ-বৃত্তি তহবিল কমিটি
সরকারি ও বেসরকারি বৃত্তি প্রদান সংক্রান্ত সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন।
দরিদ্র তহবিল কমিটি
গরীব অথচ মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে দারিদ্র তহবিল হতে আর্থিক সাহায্যে প্রদানের সুপারিশ করবেন।
ছাত্র উপদেষ্টা কমিটি
ছাত্র শিক্ষার সম্পর্ক উন্নয়ন এবং ছাত্র সংগঠনগুলোর আলাপ আলোচনার মাধ্যমে পারস্পারিক ব্যবধান কয়য়ে আনা।
বিজ্ঞান গবেষণাগার উন্নয়ন কমিটি
  • সকল বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানগণ
ধর্মীয় উৎসব (মুসলিম) উদযাপন কমিটি
কমিটি সকল ধর্মীয় অনুষ্ঠান মর্যাদার সাথে পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
ছাত্রীনিবাস মনিটরিং কমিটি
ছাত্রীনিবাসের সীট বরাদ্দ ও ব্যবস্থাপনার সহযোগিতা করবেন।
শহীদ মোসলেম উদ্দিন ছাত্রাবাস মনিটরিং কমিটি
ছাত্রাবাসের সীট বরাদ্দ ও ব্যবস্থাপনায় সুপারকে সহযোগিতা করবেন এছাড়াও জমির মালিকানা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
নতুন ইমারত/Multi-purpose Building বাসত্মবায়ন কমিটি
কলেজের নতুন ইমারত ও Multi-purpose Building বাবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
রেডক্রিসেন্ট, কলেজ শাখা

বি.দ্র. ক্রমিক নং এর ক্ষেত্রে জেষ্ঠ্যতা অনুসরণ করা হয়নি।

অধ্যক্ষ