প্রফেসর মো. মোশারফ হোসেনবিশ্বায়নের এই যুগে তথ্য ও প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ জাতির কোন বিকল্প নেই। বর্তমান সরকারের ভবিষ্যত পরিকল্পনার মধ্যে একটি হলো ডিজিটাল বাংলাদেশ গড়া । পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে আজ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৫ লক্ষ। রংপুর সরকারি কলেজকে তথ্য ও প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ তথা বিশ্ব মানচিত্রে আত্নপ্রকাশের জন্য কলেজের সকল কার্যক্রম, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের যাবতীয় তথ্যাদি কলেজ ওয়েবসাইটে সন্নিবেশিত হয়েছে।বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাল্টিমিডিয়ার সাহায্যে শ্রেণিতে পাঠদান সম্পন্ন করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই অন্যান্য শ্রেণিতেও মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদান সম্পন্ন করা হবে। এজন্য বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের কম্পিউটারের উপর দক্ষতা বৃদ্ধির জন্য Inhouse প্রশিক্ষণ দেয়া হয়েছে।প্রশিক্ষণের কার্যক্রম এখনও অব্যাহত আছে। কলেজের নিজস্ব ওয়েব সাইট তরুণ প্রজন্মকে তথ্য ও প্রযুক্তি ব্যবহার ও জ্ঞানার্জনে অধিকতর আগ্রহী করে তুলবে এই আমাদের প্রত্যাশা।

ধন্যবাদান্তে

প্রফেসর মো. মোশারফ হোসেন

অধ্যক্ষ

রংপুর সরকারি কলেজ, রংপুর।